Breaking News
Home / অন্যান্য / হঠাৎ মিয়ানমারে এমন ঘটার কারন কী? কার আদেশে ঘটালো সেনাবাহিনী ?

হঠাৎ মিয়ানমারে এমন ঘটার কারন কী? কার আদেশে ঘটালো সেনাবাহিনী ?

হঠাৎ মিয়ানমারে এমন ঘটার কারন কী? কার আদেশে ঘটালো সেনাবাহিনী ?

মিয়ানমারে ক্ষ’মতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আ’টকের পর ফের দেশটির নি’য়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

মিয়ানমারের গত বছরের সাধারণ নির্বাচনে করা প্র’তারণার প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আ’টক করেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

সোমবার ভোরে রাজধানী নেপিদোতে অ’ভিযান চালিয়ে এনএলডির শীর্ষ নেতাদের আ’টক করা হয়। এর কয়েক ঘণ্টার পর সামরিক বাহিনীর নি’য়ন্ত্রিত টেলিভিশনে এক বছরের জন্য দেশে জ’রুরি অবস্থা জা’রির ঘোষণা দেওয়া হয়।

টেলিভিশনে ওই ঘোষণায় বলা হয়, গত নির্বাচনে ‘জা’লিয়াতির’ ঘ”টনায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আ’টক করা হয়েছে। জ’রুরি অবস্থা জা’রি করে মিয়ানমারের ক্ষ’মতা দেওয়া হয়েছে সশ’স্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে।

নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমরে বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধ’রে দ্ব’ন্দ্বের প্রেক্ষাপটে এই সামরিক অভ্যুত্থান ঘ’টল

২০১১ সালে গ’ণতান্ত্রিক সংস্কার শুরুর আগ পর্যন্ত অর্ধশতক মিয়নমার সেনাবাহিনীর শা’সনেই ছিল। সে সময় দীর্ঘ ১৫ বছর গৃহব’ন্দি করে রাখা হয় সু চিকে।

গৃহব’ন্দি থাকা অবস্থায় গ’ণতন্ত্র প্রতিষ্ঠার অহিংস লড়াইয়ের জন্য ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। এরপর তার দল এনএলডি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে ২০১০ সালে মু’ক্তি পান সু চি।

২০১২ সালের উপ-নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ৪৩টিতে জয়ী হয়ে সংসদে প্রধান বিরো’ধী দল হয় সু চির দল। এরপর ২০১৫ সালের নির্বাচনে এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগোরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে।

সেই সরকারের মেয়াদ শে’ষে গত বছরের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি বড় জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২টি আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছে ৩৪৬টি আসন।

কিন্তু সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্র’তারণার অ’ভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অ’স্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচন আয়োজনের দা’বি তোলে। তারপর থেকেই দেশটিতে ফের সামরিক অভ্যুত্থানের শ’ঙ্কা করা হচ্ছিল।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *