Breaking News
Home / অন্যান্য / ভারত-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ভারত-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ভারত-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

চললান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলার কথা থাকলেও করোনা ইস্যুতে সেটি স্থগিত হয়েছিলো বাংলাদেশের। তার পর থেকেই চিঠি চালাচালি করছিলো দুই বোর্ড।

সেই সময়ের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে বিসিবি প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি।

সফল ভাবে সেই টুর্নামেন্টে শেষ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে টাইগাররা। এর মধ্যেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে সংবাদ এসেছে তারা টাইগারদের সাথে ওয়ানডে সিরিজ খেলতে আসবে এই বছরের মে মাসে।

আর খালেদ মাহমুদ সুজন জানান তার আগে মার্চেই আফগানিস্তানের সাথে সিরিজ খেলার কথা বাংলাদেশের, তবে এটক হতে পারে ত্রিদেশীয় সিরিজ, সেক্ষেত্রে অন্য দলটি হতে পারে ভারত।

সেই খবরই জানিয়েছেন আকরাম খান। তিনি বলেছেন, “সবকিছু ঠিক থাকলে আসছে মে মাসে আমাদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। তবে টেস্ট সিরিজ কবে নাগাদ হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।”

তবে ওয়ানডে সিরিজের আগে বা পরে টেস্ট সিরিজ হবার সম্ভাবনা রয়েছে বলেও জানান আকরাম খান।

আর তার আগে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, “বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পথে সুপার লিগের ম্যাচ হবে। এপ্রিলে লংকান দল আসছে।

তিন ওয়ানডে খেলে দেশে ফিরে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তারা। কারণ মে মাসে বাংলাদেশ দল কলম্বো যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে।”

এদিকে খালেদ মাহমুদ সুজন খবর দিয়েছেন, আসছে মার্চেই আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ভারত রাজি থাকলে তাদের নিয়ে হতে পারে ট্রাইনেশন সিরিজ

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *