Breaking News
Home / অন্যান্য / বিয়ে করলেই পাওয়া যাবে নগদ টাকা উপহার

বিয়ে করলেই পাওয়া যাবে নগদ টাকা উপহার

বিয়ে করলেই পাওয়া যাবে নগদ টাকা উপহার

বিয়ে করলেই সংসারের নানা খরচ। এজন্য অনেকেই হয়তো বিয়ের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেন। বিয়ের প্রতি এই অনীহা দূর করতে এবার বিয়ে করলেই উপহারের ঘোষণা দিয়েছে জাপান সরকার।

দেশটিতে বিয়ের পর নবদম্পতিকে নগদ অর্থ উপহারের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই অর্থও চোখে পড়ার মতো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। আগামী এপ্রিল থেকে ‘নিউলিওয়েড অ্যান্ড নিউ লাইফ সাপোর্ট প্রজেক্ট’ নামের এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই উদ্যোগ নেওয়া হলো? মূলত, জাপানের অনেকেই অবিবাহিত থাকেন। কেউ একেবারেই একা থাকেন, আবার কেউ লিভ টুগেদার করেন।

এজন্য সন্তান নেওয়ার ব্যাপারে আগ্রহী নন তারা। ফলে দেশটিতে জন্মহার দিন দিন কমে যাচ্ছে। আর সেটি বাড়ানোর জন্যই উদ্যোগটি নেওয়া হয়েছে।

তবে এই আর্থিক উপহার পেতে কিছু শর্তও পূরণ করতে হবে। নবদম্পতি দু‌জনেরই বয়স ৪০ বছরের কম হতে হবে। পাশাপাশি তাদের মিলিত আয় হতে হবে ৫.‌৪ মিলিয়ন ইয়েন। তবে দু’‌জনের বয়সই ৩৫ বছর হলে এবং মিলিত আয় ৪.‌৮ মিলিয়ন ইয়েন হলে, তারা পাবেন ৩ লাখ ইয়েন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্সের ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, জাপানে ২৫-৩৪ বছর বয়সি অবিবাহিত পুরুষ ২৯.‌১ শতাংশ।

অন্যদিকে একই বয়সের অবিবাহিত নারীর সংখ্যা ১৭.‌৮ শতাংশ। তাদের বেশির ভাগই আর্থিক কারণে বিয়েতে আগ্রহী নন বলে জানিয়েছেন।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *