Breaking News
Home / অন্যান্য / সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে হারল নাসিরের পুনে ডেভিলস

সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে হারল নাসিরের পুনে ডেভিলস

সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে হারল নাসিরের পুনে ডেভিলস

টি-টেনে টানা চতুর্থ ম্যাচেও হারল নাসির হোসেনের দল পুনে ডেভিলস। আজ দিল্লি বুলসের কাছে লজ্জাজনকভাবে ৮ উইকেটে হেরেছে তারা।

আবু ধাবিতে টুর্নামেন্টের সুপার লিগের পঞ্চম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে পুনে ডেভিলস। ওপেনিংয়ে কেনার লুইস আর কলারের ব্যাটে ২১ রানের জুটি পায় তারা। তবে ৩১ রানের মধ্যেই দুই ওপেনারই ফিরে যান।

এরপর মিডল অর্ডারে ধ্বস নামান আলী খান। নিজের প্রথম বলেই তুলে নেন ডেভিসকে। এরপর ব্যাটিংয়ে নামা পুনে ডেভিলস অধিনায়ক বাংলাদেশী অলরাউন্ডার নাসির হোসেন পর পর দুই বল ডট দেন।

চতুর্থ বলে নাসিরকে শূন্য রানেই ফিরিয়ে দেন আলি। পরের বলে কারানকেও আউট করেন তিনি। মাত্র ৫ বলে কোন রান না দিয়ে ৩ উইকেটে নিয়ে সেরা ইকোনমিকাল বোলিংয়ের রেকর্ড গড়েন আলি।

এরপর আর তেমন কেউ রান করতে পারেননি। তাতেই ৭ উইকেটে কেবল ৫৭ রান তুলতে সক্ষম হয় পুনে ডেভিলস। যা এবারের আসরে সর্বনিম্ন আর টি-টেন ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড। তবে উইকেট হাতে থাকতেও সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এটি।

জবাবে ব্যাট করতে নেমে খুব একটা কষ্ট করতে হয়নি দিল্লি বুলসকে। মাত্র ৪.৪ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা। ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক নাসির বল হাতেও ব্যর্থ হয়েছেন। ৪ বল করেই ১৫ রান দেন তিনি। তাকে পিটিয়েই জয় তুলে নেয় দিল্লি বুলস।

সংক্ষিপ্ত স্কোর:

পুনে ডেভিলস ৫৭/৭(১০)
কেনার লুইস ১৫(৭), থমাস ১৫(১৮)*
আলি খান ০/৩

দিল্লি বুলসে ৫৮/২(৪.৪)
গুরবাজ ২৬(১৪), রাদারফোর্ড ১৪(৩)*
আনসরারী ১/১৩

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *