Breaking News
Home / সারাদেশ / পদমর্যাদা বৃদ্ধি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মবিরতি পালন

পদমর্যাদা বৃদ্ধি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মবিরতি পালন

আগৈলঝাড়া প্রতিনিধি: পদমর্যাদা বৃদ্ধি ও বৈষম্য মুলক বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে মানববন্ধন করেছে অফিস সহকারীরা।
দেশ ব্যাপী অফিস সহকারীদের পদোন্নতি প্রদান, ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের বেতনের বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে তিন দিনের ডাকা কর্ম বিরতির দ্বিতীয় দিন গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত অফিস সহকারীরা বুধবার সকাল থেকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছে।

আন্দোলনকারীরা কর্ম বিরতির মধ্যে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে। মানববন্ধন চলাকালীন সময়ে তাদের দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী রমণী রঞ্জন বিশ্বাস, মোহাম্মাদ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার কার্যালয়ের অফিস সহকারী মো. সোহেল আমিন, মো. আলমগীর হোসেন, আবদুল আউয়াল প্রমুখ।
অফিস সহকারীদের কর্মবিরিতির কারণে দুটি গুরুত্বপূর্ন অফিসের সকল দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পরেছে সাধারন জনগনের সাথে কর্মকর্তারাও।

About admin

Check Also

হিট স্ট্রোক প্রতিরোধে খাবার স্যালাইন বিতরণ

হিট স্ট্রোক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে গণসচেতনতা বৃদ্ধি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *