Breaking News
Home / অন্যান্য / বিপদ এড়াতে জুতাসহ নিত্য ব্যবহৃত জিনিসগুলো যতদিন পর পর বদল করবেন

বিপদ এড়াতে জুতাসহ নিত্য ব্যবহৃত জিনিসগুলো যতদিন পর পর বদল করবেন

বিপদ এড়াতে জুতাসহ নিত্য ব্যবহৃত জিনিসগুলো যতদিন পর পর বদল করবেন

প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু বিশেষ জিনিস রয়েছে যা বছরের পর বছর আমরা একইভাবে ব্যবহার করি। যা মোটেও সঠিক নয়। কারণ এই কাজ করে অজান্তেই আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি।

তাই আমাদের সবারই উচিত সময় থাকতে সেই নিত্য ব্যবহৃত জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে জানা। এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেগুলো পরিবর্তন করা।

চলুন তবে জেনে নেয়া যাক সেই জিনিসগুলো সম্পর্কে যা আমাদের নির্দিষ্ট সময়ের পর বদল করা জরুরি-

১। বাড়িতে অনেকেরই জুতা পরে হাঁটাচলার করেন। শুধু শীতকাল নয়, সারা বছর ধরে চলে এই অভ্যেস। তবে বাড়ির জুতার বিশেষ ব্যবহার নেই বলে সেটি না ছেঁড়া পর্যন্ত ফেলার কথা ভাবতেই পারি না আমরা।

কিন্তু এটি ভুল। জানেন কি, প্রতি ৬ মাস অন্তর জুতা বদল করা উচিত? সেই জুতাতে নানা রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক বাসা বাঁধে, যা খালি চোখে দেখা যায় না। ফলে তা থেকে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

২।অনেকেই গোসলের সময় বা জিমে টাওয়েল ব্যবহার করেন। একটা টাওয়েল একবার কিনেই ভাবেন সেটা না ছেঁড়া অবধি চালিয়ে নেবেন।

কিন্তু ওই টাওয়ালে ঘাম, ময়লা জমে যা আপনার শরীরেও মিশছে। তাই ৩ মাস পর পর বদল করুন।

৩।গৃহিণীরা অনেকেই একেবারে ১ মাসের মসলা কিনে তা দিয়ে কয়েক মাস চালান।

কিছু বেঁচে গেলে ভাবেন আপনার সাশ্রয় হয়েছে। কিন্তু না, আপনার ক্ষতিই হয়েছে। নানা ধরণের ব্যাকটেরিয়া বা ছত্রাক বাসা বাঁধে ওই মসলায়। তাই সাবধান!

৪। একটা দামি অন্তর্বাস কিনলে তা অনেকেই বছরের পর বছর ব্যবহার করেন। যা মারাত্মক ভুল। একসঙ্গে দুটো কিনে রাখুন। প্রতিদিন পাল্টে পাল্টে ব্যবহার করুন। নইলে সেখানে দুর্গন্ধ, ময়লা, ব্যাকটেরিয়া জমবে যা আপনার বিশেষ অঙ্গের পক্ষেও ক্ষতিকর।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *