Breaking News
Home / অন্যান্য / মাঠে নামাজ পড়া সেই খেলোয়াড়কে এবার দলের অধিনায়ক ঘোষণা

মাঠে নামাজ পড়া সেই খেলোয়াড়কে এবার দলের অধিনায়ক ঘোষণা

মাঠে নামাজ পড়া সেই খেলোয়াড়কে দলের অধিনায়ক ঘোষণা

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন পাকিস্তানী উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ড সফরে দারুণ পারফর্মের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ ব্যাটিং করে দুই সিরিজেই সিরিজ সেরা হয়েছেন।

তার এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আসন্ন পাকিস্তান সুপার লিগের এবারের আসরে তাকে অধিনায়ক নির্বাচিত করেছে মুলতান সুলতান্স।

গত বছর এই ফ্র্যাঞ্চাইজিকে প্লে অফে নিয়ে যাওয়া শান মাসুদের উত্তরসূরি হচ্ছেন রিজওয়ান। ২০১৮ সাল থেকে গত আসর পর্যন্ত তিনি করাচি কিংসের ছিলেন, যদিও শেষ আসরে মাত্র একটি ম্যাচ খেলেন।

জানুয়ারিতে পিএসএল ২০২১ এর ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে মুলতান তাকে দলে টানে এবং এখন তাকে দেওয়া হলো অধিনায়কের দায়িত্ব।

দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে রিজওয়ান বলেছেন, ‘আসন্ন মৌসুমে মুলতান সুলতান্স দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আমি। গত মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজি নতুন কিছুর আবির্ভাব ঘটাতে চেয়েছিল এবং এই মৌসুমে আমি আমার অবদান রাখতে মরিয়া।’

মুলতানে রিজওয়ান সতীর্থ হিসেবে পাবেন শহীদ আফ্রিদি, শান মাসুদ ও সোহেল তানভীরের মতো সিনিয়র পাকিস্তানি খেলোয়াড়দের।

২০১৬ সালে প্রথম পিএসএল খেলেন তিনি। তবে দলে নিয়মিত হতে পারেননি, খেলেছেন কেবল ২৩ ম্যাচ। এর আগে করাচি ছাড়াও লাহোর কালান্দার্সে খেলেছেন ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন রিজওয়ান। তিন ইনিংসে অভিষেক সেঞ্চুরিসহ করেছেন ১৯৭ রান

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *