Breaking News
Home / অন্যান্য / আবারও ফি’ক্সিংঃ আইসিসির নজরে বাংলাদেশের তিন ক্রিকেটার

আবারও ফি’ক্সিংঃ আইসিসির নজরে বাংলাদেশের তিন ক্রিকেটার

আবারও ফি’ক্সিংঃ আইসিসির নজরে বাংলাদেশের তিন ক্রিকেটার

ফি’ক্সিংয়ের কা’লোছায়া কোনোভাবেই কাটছে না ক্রিকেটের ওপর থেকে। করো’নার মধ্যেও ফি’ক্সাররা থেমে নেই ক্রিকেটকে কল’ঙ্কিত করতে। এবার আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগ চলে এসেছে আইসিসির আতশ কাঁচের নিচে।

এই লিগকে ঘিরে জমজমাট জুয়ার ব্যবসা হয়েছে বলে জানতে পেরেছে আইসিসির দুর্নীতি দমন কমিশন আ’কসু। শুধু তাই নয়, আইসিসির নজরদারিতে রয়েছেন বাংলাদেশের তিনজন ক্রিকেটারও।

বাংলাদেশের জাতীয় দৈনিক সমকাল আজ এ নিয়ে বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশ করেছে। যে টি-টেন লিগে ফি’ক্সিংয়ের স’ঙ্গে জড়িত স’ন্দেহে আইসিসির নজরদারিতে তিন ক্রিকেটারের বিষয়ে লেখা হয়েছে।

সমকালের সেই রিপো’র্টটিতে বলা হয়েছে, ‘টি-টেন লিগের খেলা শুরুর আগেই ভারতীয় বংশো’দ্ভূত আমিরাতের ক্রিকেটার সানডে সিংকে বায়োসিকিউর বাবল থেকে বের করে দেয় আইসিসির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) কর্মকর্তারা।’

কেন? কারণ জানা গেছে লিগের খেলা শেষে। ‘মোট পাঁচজন ক্রিকেটারের বিরু’দ্ধে নতুন করে তদ’ন্ত (ফি’ক্সিংয়ের) করছে আকসু। যেখানে তিনজন বাংলাদেশি ক্রিকেটারের নামও শোনা যাচ্ছে।’সেই তিন ক্রিকেটার কে কে?

সমকালকে দুবাই থেকে টি-টেন লিগের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পুনে ডেভিলসে খেলা মনির হোসেনের স’ঙ্গে টুর্নামেন্ট চলাকালেই কথা বলেছেন আকসু কর্মকর্তারা। মা’রাঠা অ্যারাবিয়ান্সে খেলা সোহাগ গাজী ও মুক্তার আলীর ওপরও আকসু নজর রেখেছে।’

যদিও সোহাগ গাজীর দা’বি, আকসুর কোনো কর্মকর্তার স’ঙ্গে তার কথা হয়নি। আর এ বিষয়ে জানতে ফোন করা হয় মু’ক্তার আলীকে। তবে তার ফোন বন্ধ পাওয়ায় যায়, ফলে মু’ক্তারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

২০২১ আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে খেলেছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফট থেকে আফিফ হোসেন ও শেখ মেহেদীকে দলে নিয়েছিল বেঙ্গল টাইগার্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই আবুধাবি গিয়েছিলেন তারা। আফিফ পাঁচটি ম্যাচ খেললেও শেখ মেহেদী ছিলেন রিজা’র্ভ বে’ঞ্চে।

নাসির হোসেন ও মনির হোসেন ছিলেন পুনে ডেভিলসে। মনিরকে প্লেয়ার্স ড্রা’ফটের বাইরে থেকে দলে নেয় পুনে। নাসিরের নেতৃ’ত্বে খেলা মনিরকে আকসু জি’জ্ঞাসাবাদ করে হোটেলেই।

বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে মনির বলেন, ‘শেষ ম্যাচে ফি’ল্ডিং করতে গেলে হাতে ব্যথা পেয়েছিলাম। ব্যথা নিয়েই কেন বোলিং করেছি, সেটা জানতে চেয়েছিলেন আকসু কর্মকর্তারা। আমাকে জানানো হয়েছে, যোগাযোগ করা হলে যেন সহযোগিতা করি।’

তবে টি-টেনে খেলা জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার জানান, ‘মনিরকে একটি ডেলিভারি নিয়ে প্রশ্ন শুরু করেছিল। এ ছাড়া তার মোবাইলও পরীক্ষা করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছে তার এজেন্টের নামও।’

মারাঠা এরাবিয়া’ন্সে খেলেছেন মু’ক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত ও সোহাগ গাজী। তাদের মধ্যে গাজী প্লে’য়ার্স ড্রাফটে ছিলেন না। এজেন্টের সঙ্গে যোগাযোগ করে সরাসরি দলে নিয়েছে জাতীয় দলের সাবেক এ স্পিনারকে।

লিগে সপ্তম হওয়া মারাঠা অ্যারাবিয়া’ন্সের বোলিং নিয়ে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে আবুধাবির টি-টেনের ওই কর্মকর্তা। সোহাগ গাজীর সঙ্গে এ নিয়ে কথা হলে তিনি বলেন, ‘ঢাকা থেকে যাওয়ার আগেই বিসিবির অ্যা’ন্টি করাপশন ইউনিটের কর্মকর্তারা আমাদের ব্রি’ফ করেছেন।

ওখানে যাওয়ার পর থেকেই থাকতে হয়েছে বায়োসিকিউর বাবলে। হোটেলেই থাকতেন আকসু কর্মকর্তারা। বাইরের কারও সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। আকসু কর্মকর্তারাও কিছু জানতে চাননি।

আর খেলা শেষ করে আমরা তিনজন (গাজী, মুক্তার ও মোসাদ্দেক) দুবাইয়ে চলে এসেছিলাম। আকসু প্রয়োজন মনে করলে ডাকতে পারে। কখনও ডাকলে কথা বলতে সমস্যা নেই।’

সমকাল জানিয়েছে, আইসিসির এই ত’দন্ত সম্পর্কে জানা নেই বিসিবি কর্মকর্তাদের। বিসিবির আকসু প্রধান ম’ঞ্জুর মোর্শেদ জানান, আইসিসি থেকে এ ধরনের কোনো তথ্য জানানো হয়নি তাদেরকে।

টি-টেন সংশ্নিষ্ট বাংলাদেশের একজন সংগঠক বলেছেন, ‘বিষয়টি আইসিসি তদন্ত করছে। টি-টেনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতাও পাচ্ছেন সংশ্নিষ্ট কর্মকর্তারা। শেষ পর্যন্ত কী হবে জানি না।

খারাপ লেগেছে বাংলাদেশের দু’জন ক্রিকেটার সোহাগ গাজী ও মুক্তার আলীকে সন্দেহের তালিকায় রাখায়। ওরা তো জাতীয় দলে খেলেছে। প্রার্থনা করি, তারা যেন নির্দোষ প্রমাণিত হয়।’

তিনি আরও বলেন, ‘আইসিসির আকসু এক বছর ধরে তদন্ত করে। কেবল সন্দেহের বশে কাউকে তালিকাভুক্ত করে না। কেউ অনিচ্ছাকৃত ভুল করলেও তদন্ত শেষে সতর্ক করে দেয়। আমরা যতটা জেনেছি, আইসিসি ২০২২ সালে একাধিক ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দেবে।’

আবুধাবি টি-টেন লিগ আইসিসি অনুমোদিত বিশ্বের প্রথম দশ ওভার ক্রিকেটের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের খেলাগুলোকে কড়া নজরদারিতে রেখেছে আকসু।

যে কারণে ২০১৮ সালে ফি’ক্সিংয়ে জড়িত প্রমাণ পাওয়ায় সিন্ধ দলের অন্যতম মালিক দিপক আগরওয়ালকে নিষিদ্ধ করে আইসিসি। এই দিপক আগারওয়ালই সাকিব আল হাসানকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন।

করোনার কারণে ২০২০ সালে টি-টেন লিগ পিছিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বছর ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আট দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নর্দান ওয়ারিয়র্স। ফাইনালে দিল্লি বুলসকে ৮ উইকেটে হারায় তারা

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *