Breaking News
Home / অন্যান্য / আল জাজিরার সেই ভিডিও সরানোর বিষয়ে যা বললো ফেসবুক

আল জাজিরার সেই ভিডিও সরানোর বিষয়ে যা বললো ফেসবুক

আল জাজিরার সেই ভিডিও সরানোর বিষয়ে যা বললো ফেসবুক

সম্প্রতি কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত ভিডিও কনটেন্ট (অল দ্য প্রাইম মিনিস্টারস’ মেন) সরিয়ে নেবে কিনা- এ প্রস’ঙ্গে একটি বিবৃ’তি দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় এ বিবৃ’তি প্রকাশ করা হয়। বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বে’ঞ্চমার্ক পিআরের মাধ্যমে পাঠানো এক বিবৃ’তিতে ফেসবুক বলেছে,

‘আমরা বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) কাছ থেকে ডকু’মেন্টারি সরিয়ে নেওয়ার জন্য হাইকো’র্টের লিখিত নির্দে’শনা পাইনি। আমরা এই বিষয়ে কোনও বিবৃ’তি দিইনি।’

এর আগে আল জাজিরায় প্রচারিত ভিডিও কনটেন্ট ফেসবুক সরিয়ে নেবে কিনা এমন প্রস’ঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আদালতের নির্দে’শনাসহ যা যা তথ্য ফেসবুক আমাদের কাছে চেয়েছে সেসব আমরা ফেসবুককে পাঠিয়েছি।

ফেসবুক আমাদের জানিয়েছে তারা বিষয়টি রিভিউ করবে।’ আন্তর্জাতিক মাতৃ’ভাষা দিবস উপলক্ষে অর্ধেক খরচে বাংলায় এসএমএস সেবার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন

সুত্রঃ rtvonline

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *