Breaking News
Home / অন্যান্য / দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানেরঃ পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানেরঃ পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানেরঃ পরিকল্পনামন্ত্রী

আমরা দেশে পদ্মা সেতু করেছি বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সিলেট-ঢাকা দুই হাজার কোটি টাকা দিয়ে সড়ক করবো।

সুনামগঞ্জ-মোহনগঞ্জ চার হাজার কোটি টাকা দিয়ে রেললাইন হবে।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন শেষে সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের টাকার কোনো অভাব নেই, অভাব শুধু আমাদের ঈমানের। লোভ আর চুরি স্বভাব আমাদের উন্নয়নের সময় নষ্ট করছে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো।

তিনি আরা বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে।

দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের সময়কালে হয়নি

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *