Breaking News
Home / অন্যান্য / যে রোগ হলে মনে থাকে জীবনের সব কিছু,পৃথিবীতে এমন মানুষ আছে ৬জন

যে রোগ হলে মনে থাকে জীবনের সব কিছু,পৃথিবীতে এমন মানুষ আছে ৬জন

যে রো’গ হলে মনে থাকে জীবনের সব কিছু,পৃথিবীতে এমন মানুষ আছে ৬জন

গত মাসের প্রথম সোমবার আপনি কি পোশাক পড়েছিলেন তা কি মনে আছে? কিং’বা তিন বছর আগের এই দিনে আপনি রাতের বেলা কি খেয়েছিলেন তা মনে আছে?

মনে ক’রাটা বেশ ক’ঠিন তাই না? তবে আপনি-আমি না পারলেও বি’শ্বে অ’ন্তত ৬ জন মানুষ রয়েছেন যারা এটা মনে করতে পারেন।

২০১৬ সালের এপ্রিল পর্যন্ত বিশ্বে ৬ জন হাই’পার’থাইমে’সিয়ায় আ’ক্রান্ত রো’গীর স’ন্ধান নি’শ্চিত করেছেন গবে’ষকরা। এটি এমন একটি রো’গ, যাতে আ’ক্রান্ত হলে আপনি আপনার জীবনের প্রায় প্রতিটি দিন মনে রাখতে পারবেন অ’ত্যন্ত নি’খুঁতভাবে।

হয়তো দোলনায় কাটানো দিনগুলোর কথা আমাদের কা’রোরই মনে থাকে না। তবে ৫৪ বছর বয়সি জিল প্রে’ইস দা’বি করেছেন, ১৪ বছর বয়স পর্যন্ত সব কিছুই মনে করতে পারেন তিনি।

এখন প্র’শ্ন আসে, হাই’পার’থাই’মেসি’য়া কি তাহলে আশি’র্বাদ নাকি অভি’শাপ? আপনার কাছে সুযোগ থাকলে কি আপনি মনে রাখতে চাইবেন সব কিছু?

নাকি যেটুকু মনে করতে পারেন তাতেই আপনি খুশি? হা’ইপা’রথাই’সেমিয়ার কারণ হচ্ছে, তাদের ম’স্তি’ষ্কের একটা বিশেষ অংশ অস্বাভাবিকভাবে বড় থাকে।

উদাহরণ হিসেবে বলা যায়, তাদের ম’ষ্তি’স্কের কাডেট নিউ’ক্লি’য়াস বেশ বড়। ম’স্তি’ক্সে’র এই অংশে আপনাআপনিই স্মৃ’তি জ’মা হয়। শুধু গু’রুত্ব’পূর্ণ’গুলো নয়, সব ধরণের স্মৃ’তি আর তথ্যই এতে জমা হয়।

এমনকি কোন নির্দিষ্ট দিনে কি ধরণের কাপড় তারা পড়েছিলো কিংবা ঐদিনের আবহাওয়া কেমন ছিলো তা হু’বহু মনে করতে পারেন তারা। আর একাজে তাদের সহায়তা করে বড় আকারের টে’ম্পো’রাল লোব।

আরেক গবেষণা বলছে, যারা হাই’পার’থাইমে’সিয়ায় আ’ক্রান্ত তাদের ম’স্তি’স্কের ভি’জ্যুয়াল অংশ বেশি কার্যকর হয়। তাদের স্মৃ’তিগু’লো ম’স্তি’স্ক্যে সিনেমার মতো চলতে থাকে।

এটা জেনে অবশ্য অনেকে এনিয়ে আগ্রহী হতে পারেন। কারণ এতে নিজের মধ্যেই নন-স্ট’প বিনোদনের ব্যব’স্থা থাকে। কারণ আপনি চাইলেই যেকোন সময় যেকোন ভালো স্মৃ’তি সিনেমার মতোই দেখতে পারবেন।

তবে বিষয়টা এতোটা সোজা নয়। ভি’জ্যুয়াল অংশ স’ক্রিয় থাকলেও কোন স্মৃ’তি কখন মনে আসবে তার উপর কোন নিয়’ন্ত্রণ থাকেনা। অর্থাৎ সবসময় শুধু ভালো স্মৃ’তি নয়, বরং খারাপ স্মৃ’তিও সেই একই মাত্রায় ক’ষ্টদায়ক হয়ে মনে পরে।

তাই অতীতের স্মৃ’তির মধ্যে থাকলে খারাপ হয় বর্তমান আর ভবি’ষ্যতও। তবে আশার কথা হচ্ছে, হাই’পার’থাই’মেসিয়ায় মানুষ শুধু নিজের অতীতের ঘটনাই মনে রাখতে পারে। অন্য কারো নয়।

তাই অতীতে না বেঁচে সামনে এগিয়ে যেতে হবে এটাই হতে হবে ম’ন্ত্র। মনে রাখতে হবে, নিজের স্মৃ’তির নিয়’ন্ত্রণ নিজের কাছে।

আগামির প্রতিটি দিন অতীতের চেয়ে বর্ণি’ল। নতুন মানুষের সাথে মেশা, ভালোবাসা ছড়ানো আর নতুন অভি’জ্ঞতাই হা’ইপা’রথা’ইমেসি’য়ার একমাত্র ওষুধ।

তথসূত্রঃ channel 24

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *