Breaking News
Home / সারাদেশ / বরিশাল-ঢাকা মহাসড়কের ফুলে ওঠা টিউমার অপসারন হয়নি,প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

বরিশাল-ঢাকা মহাসড়কের ফুলে ওঠা টিউমার অপসারন হয়নি,প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

দণিাঞ্চলে প্রবেশের একমাত্র ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ এলাকার সড়কের টিউমার আজও অপসারন করা হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা লেগেই রয়েছে।

সরেজমিনে মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ড থেকে গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড মহাসড়ক এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের বিভিন্নস্থানে বিটুমিন ও পাথরের স্তুপ সড়কে উভয়পাশে একাকার হয়ে ছোট-বড় অসংখ্য টিউমারে রূপ নিয়েছে।

দীর্ঘদিন যাবত টিউমারগুলো সড়কের ওপর জেগে উঠলেও তা অপসারনের জন্য সড়ক ও জনপথ থেকে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। সংশ্লিষ্ট বিভাগের উদাসিনতার কারণে মহাসড়কের টিউমার এখন ছোট-বড় যানবাহন চালকদের কাছে বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

এ রুটে নিয়মিত যাতায়াতকারী মোটরসাইকেল চালক এইচএম লিজন বলেন, মহাসড়ক দিয়ে যাতায়াতকালে অনেক সময় যাত্রীবাহি পরিবহনের কারণে ছোট যানবাহনগুলোকে সড়কের পাশে যেতে হয়। এসময় হঠাৎ সড়কের পাশে থাকা টিউমারের উপর গাড়ির চাঁকা উঠে গেলে তা (গাড়ি) নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পরে। ফলে ছোট যানবাহনগুলোকে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হতে হয়।

মহাসড়ক দিয়ে চলাচলকারী একাধিক ট্রাক চালক জানান, অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে মালবাহী ট্রাকের চাকা টিউমারের উপর উঠে গেলে দূর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। মহাসড়ক থেকে অতিদ্রুত টিউমার অপসারনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তারা বরিশালের চৌকস জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের হস্তক্ষেপ কামনা করেছেন।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে মহাসড়কের ভুরঘাটা থেকে বার্থী পর্যন্ত সড়কের উঁচুস্থানগুলো অপসারন করা হয়েছে। খুবশীঘ্রই বাকিগুলো অপসারন করা হবে।

About admin

Check Also

গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *