Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় অর্ধ কোটি টাকা ব্যয়ে গোডাউন সড়ক নির্মাণের উদ্বোধন

আগৈলঝাড়ায় অর্ধ কোটি টাকা ব্যয়ে গোডাউন সড়ক নির্মাণের উদ্বোধন

আগৈলঝাড়ায় অর্ধ কোটি টাকা ব্যয়ে অবশেষে উপজেলা সদরের গোডাউন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এলজিইডি’র অর্থায়নে শুক্রবার সকালে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৈলা ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো. শফিকুল হোসেন টিটু।

এর আগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রধান সড়ক থেকে গোডাউন সড়ক ভায়া কেন্দ্রীয় কালী মন্দির পূর্ব প্রান্ত থেকে পশ্চিমে বাজার পর্যন্ত ৭৩৯ফিট লম্বা, ১২ফিট প্রশস্ত এবং ১০ফিট আরসিসি ঢালাই সড়ক মির্মাণ কাজের কার্যাদেশ দেয়া হয় আবু সালেহ মো. লিটন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে।

বিশিষ্ট ঠিকাদার সোহরাব হোসেনের তত্বাবধানে কাজের উদ্বোধনের পর পরই পুরোদমে সড়ক খোড়ার কাজ শুরু করেন তিনি।

উন্নয়ন কাজের তত্বাবধান করা ঠিকাদার সোহরাব হোসেন জানান, কার্যাদেশে ৯০দিন সময় দেয়া থাকলেও আবহাওয়া অনুকুলে থাকলে আগামী ২০/২৫দিনের মধ্যে উন্নয়ন কাজ সমাপ্ত করার আশাবাদী তিনি।

বহুল কাঙ্খিত সড়ক নির্মান উদ্বোধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা রনজিত বাড়ৈ খোকন, আওয়ামীলীগ নেতা নিত্যানন্দ মজুমদার, রমনী কান্ত সরকার, বিপুল দাস, ফরহাদ তালুকদার, উজ্জল লাহেড়ী, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক, ব্যবসায়ি খোকন হাওলাদার, গিয়াস উদ্দিন হাওলাদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

About admin

Check Also

হিট স্ট্রোক প্রতিরোধে খাবার স্যালাইন বিতরণ

হিট স্ট্রোক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে গণসচেতনতা বৃদ্ধি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *