Breaking News
Home / অন্যান্য / টেস্টে ২দিনেই আফগানিস্তানকে ১০উইকেটে হারিয়ে চমক দেখালো জিম্বাবুয়ে

টেস্টে ২দিনেই আফগানিস্তানকে ১০উইকেটে হারিয়ে চমক দেখালো জিম্বাবুয়ে

টেস্টে ২দিনেই আফগানিস্তানকে ১০উইকেটে হারিয়ে চমক দেখালো জিম্বাবুয়ে

কিছুদিন আগেই ইংল্যান্ডকে দুই দিনের টেস্ট ম্যাচ হারিয়ে চমক দেখিয়ে ছিল ভারত। আজ আবারো ২ দিনে টেস্ট ম্যাচে জয়লাভ করলো জিম্বাবুয়ে।

দুবাই আজ দ্বিতীয় দিন শেষ হওয়ার আধ ঘণ্টা আগে ১০ উইকেটের জয় পেলো আ’ফ্রিকান দেশটি। প্রথম ইনিংসে আফগানিস্তানকে ১৩১ রানে অ’লআউট করার পর অধিনায়ক শন উইলিয়ামসের সে’ঞ্চুরিতে ২৫০ রান করে জিম্বাবুয়ে।

১১৯ রানে পিছিয়ে থেকে আফগানিস্তান অনেক ক’ষ্টে লিড নেয়। তাতে জিততে মাত্র ১৭ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে এবং বিনা উইকেট হারিয়ে তা করে ফেলে। ৩.২ ওভারে ১৭ রান করে দলটি। ৫ উইকেটে ১৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে।

উইলিয়ামস ৫৪ ও রায়ান বার্ল ৮ রানে ক্রিজে নামেন। স্কোরবোর্ডে মাত্র ৪টি রান যোগ করেই ভাঙে এই জুটি, বার্ল ৮ রানে আউট হন। লিড বাড়িয়ে নিতে উইলিয়ামস দারুণ সঙ্গ পান রেজিস চাকাভার কাছ থেকে।

৭৫ রানের জুটি ছিল তাদের। মাত্র ৬ রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি চাকাভার, ৪৪ রান করে জহির খানের শিকার হন। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেন নিয়াউচি।

একপ্রান্ত আগলে রেখে লাঞ্চের পর ১৬৯ বলে ৯ চারে সেঞ্চুরি করেন উইলিয়ামস। তাকে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আমির হামজা।

১৭৪ বলে ১০ চারে ১০৫ রানে আউট হন উইলিয়ামস। অধিনায়ককে ফেরানোর ওভারেই ভিক্টর নিয়াউচির উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুটিয়ে দেন আফগান স্পিনার। ৭৫ রান দিয়ে ৬ উইকেট নেন হামজা।

শতাধিক রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পেসারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। ব্লেসিং মুজারাবানি, নিয়াউচি ও ডোনাল্ড তিরিপানোর গতির ঝড়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল তারা।

শেষ পর্যন্ত ইব্রাহিম জাদরানের হাফ সেঞ্চুরিতে সেই লজ্জা এড়ায়। ৮১ রানে ৭ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত ওপেনিংয়ে নামা জাদরানের ৭৬ রানের ইনিংসে লিড নেয় তারা।

৬ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় আফগানরা। তাতে মাত্র ১৬ রানের লিড দ্বিতীয় ইনিংসে। নিয়াউচি ও তিরিপানো তিনটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার।

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর মুজারাবানি শেষটায় পেয়েছেন দুই উইকেট।১৭ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ৫ ও কেভিন কাসুজা ১১ রানে অপরাজিত থেকে দলকে জেতান।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *