Breaking News
Home / অন্যান্য / অবশেষে বন্ধ হচ্ছে টিকটক

অবশেষে বন্ধ হচ্ছে টিকটক

অবশেষে বন্ধ হচ্ছে টিকটক

টিকটক থেকে অ’শ্লীল কনটেন্ট ছড়িয়ে পড়ায় পাকিস্তান সরকারকে এই এপস বন্ধ করতে নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ মার্চ) হাইকোর্ট এই নির্দেশ দেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার আইনজীবী জেহানজেব মেহসুদ।

পাকিস্তানের পেশোয়ারের একটি আদালত বলেছেন, টিকটক থেকে অ’শালীন কনটেন্ট ছড়ানোর বিষয়ে ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে সরকারকে এই এপস বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

টিকটকে বিভিন্ন সিনেমার সংলাপ, রাজনৈতিক নেতাদের কথা ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে আপলোড যায়। এতে মানুষের সম্মান অনেকক্ষেত্রে ক্ষু’ণ্ন হয়।

গত মাসে পাকিস্তানে চারজনকে গু’লি করে হ’ত্যা করা হয়েছে। তারা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে স’ক্রিয় ছিলেন।

আর গত বছর ভারতে এই এপস নিষি’দ্ধ করেছে। যুক্তরা’ষ্ট্রের সাবেক প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প চীনা অ্যাপ টিকটক বন্ধের ঘোষণা দেন।

সূত্রঃ rtv online

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *