Breaking News
Home / সারাদেশ / প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বরিশালের আগৈলঝাড়ায় শ্বশুর আ. মালেক হাওলাদারকে হত্যার অভিযোগে মেয়ে জামাতার হত্যা মামলা সংক্রান্ত ২২মার্চ অনলাইন নিউজ পোর্টাল টুডে বরিশাল ডট কম-এ প্রকাশিত সংবাদে হত্যা মামলার ১নং বিবাদী মাসুদ হাওলাদার ওরফে খোকন তার বক্তব্যে সাংবাদিকদের কাছে হত্যা মামলার বাদী আসাদুজ্জামান বুলু সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রদান করেন।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদে স্থানীয় মেম্বর ইসহাক আলম পাইকের বক্তব্যও সঠিকভাবে উপস্থাপন হয়নি বলে দাবী করা হয়।

ওই সংবাদে মাসুদ হাওলাদার ওরফে খোকনের দেয়া বর্ণনা মতে, এলাকার লাল মিয়া, রেজাউল পাইকসহ বিভিন্ন হিন্দুর জায়গা জাঁলিয়াতির মাধ্যমে দখল করার অভিযোগ করা হলেও তা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।
আইয়ুব আলী পাইক ও রাশিদা খাতুনের নামে ক্রয় করা ১.৭৪একর সম্পত্তি সরকারের ভিপি তালিকাভুক্ত হওয়ায় ওই বিরোধীয় সম্পত্তি নিয়ে অর্পিক সম্পত্তি ট্রাইব্যুনালে সরকারের বিপক্ষে ১০/১৪ মামলা করলে আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন।

ওই মামলার আপিল আদালত বরিশাল বিজ্ঞ সিনিয়র জেলা জজ ৩৯/২০২০ অর্পিত সম্পত্তি অবমুক্ত মামলায় ১.৭৪ একর সম্পত্তির প্রকৃত আবেদনকারী ফুল্লশ্রী গ্রামের মৃত আইয়ুব আলী পাইকের ছেলে আসাদুল হক পাইক গংদের পক্ষে আপিল আদেশেও রায় প্রদান করেন।

যা জেলা প্রশাসকের কার্যালয়ের অর্পিত সম্পত্তি সেল এর সহকারী কমিশনারর মো. আতাউর রাব্বী আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে আদালতের আদেশ বাদী আসাদুজ্জামান বুলু গংদের পক্ষে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *