Breaking News
Home / অন্যান্য / প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই ম্যাচের আগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন তামিম ইকবাল।

আজ ব্যাটিংয়ে নেমে মাত্র দুই রান করেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এই ম্যাচে তিনি ৫২ রান করে সাজ ঘরে ফিরেন।

এর মধ্যে তিনি সেঞ্চুরি করেছেন ২৩ টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৮৮ টি। তামিম ইকবালের এক ইনিংসে সর্বোচ্চ ২০৬ রান। ৪১৩ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

তামিম ইকবালের পরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৪২৪ ইনিংসে ১২৩১১ রান করেছেন মুশফিকুর রহিম।

তৃতীয় নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৩৭৯ ইনিংসে সাকিব আল হাসান করেছেন ১১৯৩৩ রান।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *