Breaking News
Home / অন্যান্য / অনন্য রেকর্ড গড়ে সবার শীর্ষে উঠার হাতছানি টাইগারদের সামনে

অনন্য রেকর্ড গড়ে সবার শীর্ষে উঠার হাতছানি টাইগারদের সামনে

অনন্য রেকর্ড গড়ে সবার শীর্ষে উঠার হাতছানি টাইগারদের সামনে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে জিতে বিশ্বকাপ সুপার লিগে বড় লাফ দিয়েছে টাইগাররা৷ উঠে এসেছে সেরা চারে৷

কাল দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের হারালেই সবার শীর্ষে উঠবে তামিমের দল। একই সাথে প্রথমবার ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।

সুপার লিগে সাত ম্যাচ খেলে চার ম্যাচ জিতেছে বাংলাদেশ। পয়েন্ট ৪০। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় এক, দুই ও তিনে আছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতলে এ তিন দলকে টপকে যাবে বাংলাদেশ। শুধু তাই নয়, এ ম্যাচ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারাবে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে, ২০০২ সাল থেকে এই সিরিজের আগ পর্যন্ত দেশে বিদেশে দুই দল মোট ৮টি সিরিজ খেলেছে।

যেখানে ৬ সিরিজেই জয়ের উল্লাসে ভেসে মাঠ ছেড়েছে লংকানরা। বাকি দুটি সিরিজ হয়েছে ড্র। ২০১৩ সালের মার্চে লংকায় তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে গিয়েছিল সফরকারি বাংলাদেশ।

সেবার সিরিজের প্রথম ও তৃতীয় ওয়নেডে নির্বিঘ্নে গড়ালেও দ্বিতীয় ম্যাচটি ৫ ওভার শেষে বৃষ্টি বাঁধায় পণ্ড হয়। ওই সিরিজে মুশফিকরা প্রথম ওয়ানডে হারলেও তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় আনে।

কাকতালীয়ভাবে ২০১৭ সালে টাইগারদের শ্রীলংকা সফরের ওয়ানডে দ্বিতীয় ম্যাচটিও ভেসে গিয়েছিল। এই ম্যাচে অবশ্য নিজেদের পুরো ইনিংসেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন উপল থারাঙ্গারা।

কিন্তু বাংলাদেশের ইনিংস পণ্ড হয় বৃষ্টির দাপটে। ওই সফরে মাশরাফিরা প্রথম ম্যাচটি জিতলেও হেরেছিল তৃতীয়টি। বৃষ্টির কারণে সিরিজ ড্রয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেন মাশরাফিরা।

এদিকে দ্বিতীয় ম্যাচেও কাকতালীয়ভাবে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা৷ ঘুর্নিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে সারাদিন হতে পারে বৃষ্টি। এতে পন্ড হতে পারে দ্বিতীয় ওয়ানডে৷

তৃতীয় ওয়ানডেতেও একই পরিস্থতির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দুই ম্যাচই যদি বৃষ্টিতে পন্ড হয় তবে শীর্ষে উঠবে বাংলাদেষ কিন্তু লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতা হবেনা।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *