Breaking News
Home / সারাদেশ / সুবিধাবঞ্চিতদের ভাতার টাকা যাচ্ছে অন্য নাম্বারে

সুবিধাবঞ্চিতদের ভাতার টাকা যাচ্ছে অন্য নাম্বারে

বয়স্ক, বিধবা ও প্রতিব’ন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীরা এমআইএস ফরম পূরণ করেও টাকা পাচ্ছেন না। নগদ অ্যাকাউন্টের টাকা চলে যাচ্ছে অন্য নাম্বারে। দীর্ঘদিন অফিসে ধরনা দিয়েও তারা কোনো সমাধান পাননি।

সোমবার সকালে জেলার উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধবা ভাতার গ্রাহক খুকু রানী দাস জানান, তার ভাতার প্রথম কিস্তি তিন হাজার টাকা আসার কথা থাকলেও অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছেন ০১৭৯১-৬২৬০২৮ নাম্বারে টাকা ঢুকেছে। কিন্তু তার প্রকৃত মোবাইল নাম্বার দেয়া ছিলো ০১৯৫৯-৮৪৪১৭৮।

উপজেলার জল্লা ইউনিয়নের বিধবা প্রমিলা পান্ডের মোবাইল নাম্বার ০১৭৫৩-৩১৮৫৫১ কিন্তু টাকা ঢুকেছে ০১৭২৮-৮৬৩৬৬২ নাম্বারে। প্রতিব’ন্ধী মীরা রানী সরকার, বয়স্ক ভাতার ফটিক পান্ডেও কোনো টাকা পাননি।

এ ঘটনার প্রতিবাদে ইতোমধ্যে (রবিবার) উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত শত শত হতদরিদ্ররা। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু বিক্ষু’ব্ধদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শান্ত করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া টাকা যেন সঠিকভাবে অসহায় সুবিধাবঞ্চিত গ্রাহকরা পায়, সেজন্য সমাজ সেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রাহকদের নিজেদের কারনে কিছু ভুল ভ্রান্তি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

গৌরনদীতে ঝোপ থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

রাস্তার পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পথচারীরা। খবর পেয়ে পথচারীদের কাছ থেকে নবজাতককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *