Breaking News
Home / সারাদেশ / স্থানীয় সরকার দিবস ও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ

স্থানীয় সরকার দিবস ও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ

বিভিন্ন আয়োজনে বরিশালের গৌরনদীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন ও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলার শহীদ সুকান্ত বাবু হলরুমে ইউএনও মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ওসি মো. আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকল্ ুসৈয়দ নজরুল ইসলাম, আব্দুর রব হাওলাদার, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন মোল্লা।

একইদিন তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। মেলায় সরকারি দপ্তর, পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩১টি স্টল অংশগ্রহন করে।

About admin

Check Also

বরিশাল জেলার ছয় আসনে ৫৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনে ৫৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *