Breaking News
Home / সারাদেশ / স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রামবাসীর লিখিত অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রামবাসীর লিখিত অভিযোগ

মাদকের বিস্তাররোধে গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা একাট্টা হয়ে আলামিন খলিফা নামের এক যুবকের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ এনে সরকারি বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের।

বুধবার সকালে গ্রামবাসীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলামিন খলিফা বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোড়াকাঠি গ্রামের আবু তাহের খলিফার ছেলে।

লিখিত অভিযোগে আরও জানা গেছে, যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্ষমতার দাপট দেখিয়ে কালিহাতা গ্রামে মাদকের আখড়া বানানোর পাঁয়তারা করে আসছে আলামিন।

এতে বাঁধা দিলে গ্রামবাসীকে খুন ও গুমের হুমকি দিয়ে আসছে আলামিন। উপায়ন্তর না পেয়ে আলামিনের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এরপূর্বে বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা খোকনের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন খলিফার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো। এছাড়া ইয়াবাসহ গৌরনদী মডেল থানা পুলিশের হাতেও গ্রেপ্তার হয়েছিলো আলামিন খলিফা।

গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করে বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন খলিফা বলেন, একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যে অভিযোগ দায়েরে করেছে। এসব অভিযোগের কোন ভিত্তি নেই।

About admin

Check Also

গৌরনদীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে পশু খাদ্য ও মুরগির খাদ্য বিতরণ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১২০ জন খামারিদের মাঝে পশু খাদ্য ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *