Home / সারাদেশ / ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

জাটকাসহ সব ধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা ও অবৈধ জাল নির্মূলে বরিশালের বাবুগঞ্জের আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে কম্বিং অপারেশন চালিয়ে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন আনসার সদস্যরা এ অভিযানে অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জের ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, কম্বিং অপারেশনের অংশ হিসেবে বুধবার দিনব্যাপী তিনটি নদীতে অভিযান চালিয়ে ১২ টি বেহুন্দী,

চারটি মশারী, ১০ টি চরঘেরা, ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল সহ মাছ ধরার বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। যার অনুমানিক মূল্যে প্রায় ৬০ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনস্ট করা হয়।

অভিযানকালে বরিশাল জেলা মৎস্য অফিসার রিপন কান্তিÍ ঘোষ, বিভাগীয় সহকারী পরিচালক মো. নাসির উদ্দীন, মৎস্য অফিসার (ইলিশ) বিমল চন্দ্র দাস, গৌরনদী মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার,

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ বাদল মিয়া, বাবুগঞ্জ থানার এসআই মোঃ আলী হোসেন ও আনসার ব্যাটালিয়ান হাবিলদার মোতালেব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

বরিশালের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়

প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *