Breaking News
Home / সারাদেশ / গৌরনদীতে দুই ডায়াগনষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

গৌরনদীতে দুই ডায়াগনষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

অনুমোদনবিহীন সেবাপ্রদান, অযোগ্য ব্যক্তি কর্তৃক ল্যাব ও টেস্ট পরিচালনা, অনুপোযুক্ত পরিবেশ এবং সেবামূল্য সংক্রান্ত রশিদ সংরণ না করায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের আশা ডায়াগনষ্টিক সেন্টার ও

এস আলম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও ডক্টরস চেম্বারে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভি ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৌকির আহমেদ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের কারনে দুইটি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র কর্তৃক সেবাগ্রহীতাদের হয়রানি সংক্রান্ত অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

About admin

Check Also

উজিরপুরে টিএসসি’র স্থান নির্ধারণে জটিলতা, সংবাদ সম্মেলন ও মিছিল

কর্ম যুবকদের দেশ-বিদেশে চাকরির বাজারে চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, দরিদ্র জনগোষ্ঠীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *