Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পরিচালনায় ৩৯সদস্যর কমিটি অনুমোদন

আগৈলঝাড়ায় কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পরিচালনায় ৩৯সদস্যর কমিটি অনুমোদন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পরিচায়নায় ৩৯সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন করা হয়ছে।

রবিবার দিনব্যাপি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির আঙ্গিনায় আগামী দুই বছরের জন্য জগন্নাথ দেব মন্দির পরিচায়নায় ‘হরে কৃষ্ণ নামহট্ট’’ কমিটিতে উপস্থিত ভক্তবৃন্দদের সর্বসন্মতিক্রমে ডা. সুকুমার মজুমদার সভাপতি ও সুরপতি কেশব দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মন্দির পরিচালনা কমিটি বিদায়ী সভাপতি ডা. হিরন্ময় হালদারের সভাপতিত্বে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ প্রধান অতিথি হিসেবে ১৯ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক মন্ডলীর নামসহ ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক জ্যোতির্ময় বৈরাগী, প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, ডা. পলাশ পান্ডে। সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন অমূল্য গৌর চরণ দাস, অনিল হালদার। সন্টু রঞ্জন সরকার সাংগঠনিক সম্পাদক, সঞ্জয় সোম ও সদ্বগতি ঋষিকেশ দাস সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচত হয়েছেন।

এছাড়াও কার্যকরি কমিটির অপর সম্পাদক মন্ডলীরা সদস্যরা হলেন অর্থ বিষয়ক সম্পাদক জগদীশ মহাপ্রভু দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুকুল বৈরাগী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নয়ন গাইন, প্রচার সম্পাদক অসীম কির্ত্তুনীয়া,

সহ-প্রচার সম্পাদক ননী বাড়ৈ, ভক্ত সুরক্ষা সম্পাদক প্রভু গৌরহরি দাস, সহ-ভক্ত সুরক্ষা সম্পাদক গুনধাম হরি দাস, সর্বোপ্রিয় দামোদর দাস, মহিলা বিষয়ক সম্পাদক সরলা ইন্দুলেখা দেবী দাসী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক অঞ্জনা রায় ও অঞ্জলী বাড়ৈ নিবাচিত হয়েছেন। এছাড়াও ওই পরিচালনা কমিটিতে ১৮জন কার্যকরী সদস্য রয়েছেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার জন আটক,অর্থের বিনিময়ে তিন জনকে ছাড়

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চারজনকে পুলিশ আটক করলেও মোটা অংকের অর্থের বিনিময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *