Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ার মেধাবী রিংকুর ভবিষ্যত স্বপ্ন অনিশ্চিত

আগৈলঝাড়ার মেধাবী রিংকুর ভবিষ্যত স্বপ্ন অনিশ্চিত

সদ্যঘোষিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েও একমাত্র অর্থাভাবে উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন অনিশ্চিত হয়ে পরেছে মেধাবী ছাত্রী রিংকু করের।

জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মানসিক ভারসাম্যহীন নিখিল চন্দ্র কর এর মেয়ে রিংকু কর জানায়, ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিলো উচ্চশিক্ষা গ্রহণ করে একজন চিকিৎসক হবো।

সেই স্বপ্ন নিয়ে পাঁচ সদস্যর অভাবের সংসারে এতোদিন আমার মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনার পাশাপাশি আমাকে পড়াশুনা করিয়েছেন।

প্রতিটি পরীক্ষায় ভাল ফলাফল করেও এখন অর্থাভাবে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজে আমার ভর্তি হওয়া সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পরেছে।
সূত্রমতে, সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রিংকু কর কালকিনি উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে অংশগ্রহন করে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

এর আগে এসএসসি পরীক্ষায় আগৈলঝাড়ার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং পিএসসিতে বারপাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলো রিংকু কর।

মেধাবী ছাত্রী রিংকু কর এর মা মনিকা রানী কর বলেন, মানসিক ভারসাম্যহীন স্বামী ও তিন মেয়েকে নিয়ে আমার অভাবের সংসার। দীর্ঘদিন থেকে আমি দিনমজুরের কাজ করে সংসার পরিচালনার পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে আসছি।

তিনি আরও বলেন, অনেক স্বপ্ন ছিলো বড় মেয়ে রিংকু কর একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হবে। শুধুমাত্র অর্থাভাবে আজ সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হতে যাচ্ছে।

About admin

Check Also

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *