Breaking News
Home / সারাদেশ / মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য

সাবেক চীফ হুইপ, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র পরিবারের উদ্যোগে দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার নিজ গ্রাম সেরালস্থ বাস ভবন প্রাঙ্গনে স্মরণ সভা, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ যোহর স্মরণ সভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ।

দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীনসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের পাঁচ সহস্রাধিক নেতা কর্মীরা।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন সেরাল কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আলতাফ হোসেন।
অন্যদিকে একই দিন বাদ যোহর বরিশাল ক্লাবে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সেখানে তাঁর পরিবার স্বজন ছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছিলেন।

About admin

Check Also

ধর্ষণের পর শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী তামান্না আক্তারের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *