Breaking News
Home / সারাদেশ / প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে বাগদাদ শরীফের মোতাওয়াল্লী শেখ খালিদের ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে বাগদাদ শরীফের মোতাওয়াল্লী শেখ খালিদের ঢাকা ত্যাগ

বিশেষ আমন্ত্রণে পাাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত শেষে দেশে ফিরে গেলেন ইরাকের বাগদাদ শরীফের বর্তমান মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:)।

ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের শাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শনসহ জুম্মার নামাজ আদায় করেছেন।

মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:) রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এর আমন্ত্রনে নৈশ ভোজে যোগদান করেন।

বাংলাদেশে অবস্থানকালে শুক্রবার তিনি কল্যাণপুরের খানকাপাকে জুম্মার নামাজ আদায় করেন এবং শনিবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শন করেন।

হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানীকে (রা:) ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:), বিচারপতি মো. রেজাউল হক,

জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকীসহ আঞ্জুমানের কাদেরিয়া বাংলাদেশ এর সদস্যবৃন্দ বিদায় জানান। সোমবার দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করে বাগদাদ ফিরে যান।#

About admin

Check Also

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *