Breaking News
Home / সারাদেশ / বরিশালে মাক্স ব্যবহারে সচেতনতায় পথসভা

বরিশালে মাক্স ব্যবহারে সচেতনতায় পথসভা

নগরবাসীকে করোনা ভাইরাস থেকে নিজেকে ও আশপাশের লোকজনকে রক্ষায় নিয়মিত মাক্স পরিধান ও হ্যান্ড সানিটাইজার ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষে পথসভা, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সদররোড, নতুন বাজার, নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথা এলাকার পথচারী ও যানবাহন চালকদের মাঝে বিনামূল্যে মাক্স ও হ্যান্ডটাইজার বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

পরে পথসভায় জেলা প্রশাসক বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে সচেতন করার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে তাই সকলকে সচেতন হয়ে চলা ফেরা করার পাশাপাশি নিয়মিত মাক্স ও হ্যান্ড সানিটাইজার ব্যবহার করতে হবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, রাজিব আহমেদ, সহকারী কমিশনার সুব্রত কুমার দাস প্রমুখ।

About admin

Check Also

ধর্ষণের পর শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী তামান্না আক্তারের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *