Breaking News
Home / সারাদেশ / স্থানীয় সরকার দিবসে আগৈলঝাড়ায় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পৃথক শোভাযাত্র ও আলোচনাসভা

স্থানীয় সরকার দিবসে আগৈলঝাড়ায় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পৃথক শোভাযাত্র ও আলোচনাসভা

‘স্মার্ট হবে স্থাণীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভাবে দ্বিতীয় বারের মতো স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে র‌্যালী, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী শেষে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অফিসার পিযুষ রায়, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী,

প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা।

অন্যদিকে রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকালে নতুন ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সের সামনের সড়কে স্থানীয় জনগনের সমন্বয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে চেয়ারম্যান ইলিয়াসম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপাধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদার,

ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপ সচিব গৌতম পালসহ স্থানীয় ইউপ সদস্যবৃন্দ। এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাজিহার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রমের শুরু করা হয়।

একইদিন র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে। চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্যগন।

About admin

Check Also

গৌরনদীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে পশু খাদ্য ও মুরগির খাদ্য বিতরণ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১২০ জন খামারিদের মাঝে পশু খাদ্য ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *