Home / সারাদেশ / ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে যান চলাচল বন্ধ

ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজ ভেঙ্গে লোহার কুচি ভর্তি ট্রাক খালে পরেছে। এতে গুরুতর কোন হতাহতের ঘটনা না ঘটলেও দীর্ঘ সময় ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল-ভোলা মহাসড়কের বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায়।

রবিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বেইলি ব্রিজটি ভেঙ্গে পরে।

আর ওইসময় ব্রিজের ওপর থাকা বরিশাল থেকে ভোলাগামী লোহার কুচি ভর্তি ট্রাকটি খালে উল্টে পরে। এতে ট্রাকের ভেতরে থাকা চালক ও হেলপার আহত হলেও তাদের কারও অবস্থা গুরুত্বর নয়।

ওসি বলেন, ঘটনার পর সকালে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তার ব্রিজটি মেরামতের পাশাপাশি বিকল্পভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চালাচ্ছেন। আর সেটি না হওয়া পর্যন্ত বরিশাল-ভোলা রুটে যান চলচল বন্ধ থাকবে।

স্থানীয়রা জানিয়েছেন, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের উভয়প্রান্তের প্রায় দেড় কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপার জানিয়েছেন, বেনাপোল থেকে বরিশাল ও ভোলা হয়ে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল ট্রাকটির।

কিন্তু শনিবার মধ্যরাত সোয়া দুইটার দিকে বরিশাল-ভোলা মহাসড়কের টুঙ্গিবাড়িয়ার স্লুইজ গেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পরে। আর রড তৈরির কাঁচামালের ২৫ টন লোহার কুঁচি ভর্তি ট্রাকটি ওই ব্রিজটি পারাপার হচ্ছিল। ব্রিজ ভেঙ্গে পড়ায় ট্রাকটি উল্টে খালে পরে যায়। আর এতে অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান।

টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান জানান, বেইলি ব্রিজ ভেঙে পরায় বন্ধ হয়ে গেছে বরিশাল-ভোলা মহাসড়কে যান চলাচল। শতশত মানুষসহ এপথ দিয়ে স্বল্প সময়ে সড়ক পথে ভোলা, নোয়াখালী, ফেনীসহ চট্টগ্রাম আসা যাওয়া করেন। ফলে ওইসব যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপদ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, ২০ টন ধারণ মতা সম্পন্ন বেইলি ব্রিজটিতে অতিরিক্ত পণ্য ওঠাতেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *