Home / সারাদেশ / থীম সং এর লেখক ও শিল্পীকে সম্মাননা

থীম সং এর লেখক ও শিল্পীকে সম্মাননা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির থীম সং এর গীতিকার ও সুরকার সুমন তালুকদার এবং কন্ঠ শিল্পী রহিতকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, সাগর কন্যা কুয়াকাটায় বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির শপথগ্রহন, পরিচিতি সভা ও দুইদিন ব্যাপী মিলন মেলায় সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ সম্মাননা প্রদান করেন।

বিএমএসএফ’র “তারা চায় অধিকার” এবং সাংবাদিক নির্যাতনের প্রতিরোধ কমিটির “কলমের শক্তি” শিরোনামের থীম সং দুটি লিখেছেন ও সুর করেছেন বরিশালের গৌরনদী উপজেলার সাংবাদিক সুমন তালুকদার। উভয় থীম সংয়ে কন্ঠ দিয়েছেন বগুড়ার শিল্পী রহিত আর সংগীত পরিচালক ছিলেন রাব্বি খান।

থীম সংয়ের লেখক ও শিল্পীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা আগামীতে সাংবাদিকদের নিয়ে গাওয়া ১২টি গানের একক এ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *