Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসী সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসী সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী অনুষ্ঠানের উপলক্ষে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপেপ্লক্সের আঞ্চলিক প্রশিণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. আব্দুল হান্নান, ডা. সৈকত জয়ধর, উপপরিদর্শক নুর আলম, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান।

সভায় ২০২১ সালের ১১ জানুয়ারী থেকে ১৪ জানুয়ারী পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত

১ হাজার ৬ শ ৬৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৬ হাজার ২ শত ৩৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

About admin

Check Also

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *