Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় শিক্ষক স্ত্রী নির্যাতন মামলায় নির্যাতনকারী শিক্ষক স্বামী গ্রেফতার

আগৈলঝাড়ায় শিক্ষক স্ত্রী নির্যাতন মামলায় নির্যাতনকারী শিক্ষক স্বামী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য মারধর করা স্কুল শিক্ষক স্ত্রীর মামলায় অভিযুক্ত শিক্ষক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দায়েরকৃত মামলায় দুপুরে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত স্বামীকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

থানা পুলিশ পরিদর্শক মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের জোবারপাড় গ্রামের গৌরাঙ্গ প্রসাদ হালদারের মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিকা হালদারের সাথে

সরবাড়ি গ্রামের নারায়ণ অধিকারীর ছেলে ও আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চা শিক্ষক দীপক অধিকারীর সাথে দেড় লাখ টাকার যৌতুক দিয়ে ১২বছর পূর্বে সামাজিকভাবে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে নিজের উপার্জিত অর্থ স্বামী দীপকের হাতে তুলে দেয় স্ত্রী মনিকা। বসবাসের জন্য স্ত্রীর টাকায় স্বামীর বাড়িতে সুরম্য ভবন (বিল্ডিং) নির্মান করা হয়। বিয়ের পর থেকেই টাকার জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন শিক্ষক স্বামী দীপক অধিকারী।

এরই মধ্যে দীপকরুমা সিকদার নামে একটি মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। বিয়ের পর থেকেই রুমার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ২লাখ টাকা যৌতুকের জন্য মনিকার উপর চলে অমানুষিক নির্যাতন।

স্ত্রী নির্যাতনের ঘটনায় এলাকায় শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সম্প্রতি এক শালিশ বৈঠকে স্থানীয় প্রভাবশালী মধ্যস্বত্বভোগী কয়েকজন সালিশ অভিযুক্ত দীপকের পক্ষ অবলম্বন করে দীপকের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এজাহার সূত্রে আরও জানা গেছে, স্বামীর নির্যাতনের ধারাবহিকতায় গত ৫ ফেব্রুয়ারী বিকেলে স্ত্রী মনিকাকে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় বেদম মারধর করে স্বামী দীপক। স্থানীয়রা মনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানেও মনিকা হাসপাতালে ভর্তি রয়েছে।

যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় শিক্ষক স্ত্রী মনিকা হালদার বাদী হয়ে স্বামী দীপক ও রুমা সিকদারকে আসামী করে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেন, নং-৭ (১৫.২.২২)।

দুুপুরে এসআই মিল্টন মন্ডল অভিযান চালিয়ে যৌতুকলোভী শিক্ষক স্বামী দীপক অধিকারীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

About admin

Check Also

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *