Home / সারাদেশ / আগৈলঝাড়ায় কীর্তনে এসে খুলনার হরিভক্তর মৃত্যু

আগৈলঝাড়ায় কীর্তনে এসে খুলনার হরিভক্তর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়া উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী আস্কর গ্রামের হরিভক্ত সাধক ঠান্ডারাম বৈরাগীর আশ্রম প্রাঙ্গনে হরিনাম কীর্তন পরিবেশনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কর্ণধর নামের (৪৮) এক ভক্তর মৃত্যু হয়েছে।

এসআই মো. মিজানুর রহমান মিশু জানান বুধবার দুপুরে ওই ভক্তর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। কর্নধর খুলনা জেলার ডুমুরিয়া থানার চটচটিয়া গ্রামের মৃত রুপচাঁদ মল্লিকের ছেলে।

আশ্রমের পরিচালক সজিব অধিকারী জানান, প্রতিবছরের ন্যায় এবছরও মঙ্গলবার দিবাগত রাতে মাঘি পূর্ণিমা উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে হরিনাম কীর্তনের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে রাত নয়টার দিকে কীর্তন পরিবেশন করা অবস্থায় তীর্থ যাত্রী কর্ণধর মল্লিক হঠাত অসুস্থ হয়ে পরেন। তাৎক্ষনিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে করনো ধর মল্লিকের মৃত্যু হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে মৃত ব্যক্তির স্বজনরা থানায় আসেন। তাদের কোন অভিযোগ না থানায় মৃতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

About admin

Check Also

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন আগৈলঝাড়ার যতীন্ত্র নাথ মিস্ত্রী

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপীর কারণে বাতিল হওয়া যতীন্দ্র নাথ মিস্ত্রী আপিলে তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *