Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ৪০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে বিনস্ট

আগৈলঝাড়ায় ৪০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে বিনস্ট

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ও অবৈধ ভেসাল জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা খাল ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ও কয়েকটি অবৈধ ভেসাল জাল আটক করা হয়।

পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল ও অবৈধ ভেসাল জাল ওই দিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

About admin

Check Also

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *