Breaking News
Home / সারাদেশ / সড়ক দুর্ঘটনায় নিহত আগৈলঝাড়ার সাংবাদিক মাসুদ রানা পান্নুর দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় নিহত আগৈলঝাড়ার সাংবাদিক মাসুদ রানা পান্নুর দাফন সম্পন্ন

পদ্মা সেতুর দণি থানা এলাকার নাওডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মঙ্গলবার ভোর রাতে নিহত আগৈলঝাড়ার সাংবাদিক মাসুদ রানা পান্নু (৩৭) এর দাফন তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

ওই সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুদ রানা পান্নুসহ ৬জন ঘটনাস্থলেই নিহত হয়। মঙ্গলবার বাদ মাগরিব রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজ শেষে মরহুম পান্নুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ মো. লিটন, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ছাড়াও বরিশাল,

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার মুসল্লীগন। পরে পান্নুর লাশ লখারমাটিয়া গ্রামে তার বারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিহত সাংবাদিক পান্নু আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডিবুলেটিনের বার্তা সম্পাদক, নিউজ পোর্টাল দক্ষিণ বাংলা’র সম্পাদনার দায়িত্বে ছিলেন।

মৃত্যুকালে পান্নু স্ত্রী মালা লাখাইন, মা-বাবা, এক ভাই, এক বোন, আত্মীয়-স্বজনসহ অগনিত বন্ধু-বান্ধবসহ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

উল্লেখ্য, সাংবাদিক মাসুদ রানা ওরফে পান্নু মঙ্গলবার তার বন্ধুর অসুস্থ মা’কে নিয়ে অন্যান্য স্বজনসহ চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাচ্ছিল।

পথিমধ্যে ভোর সাড়ে চারটার দিকে পদ্মা সেতুর দণি থানার নাওডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে রোগী বহনকারী এ্যাম্বুলেন্সটি সজোরে আছড়ে পরলে দুমড়ে মুচড়ে এ্যাম্বুলেন্সের সকল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

জানা গেছে, দীর্ঘ ২৬ ঘন্টা একটানা গাড়ি চালাচ্ছিল এ্যাম্বুলেন্স চালক জিলানি। দুর্ঘটনার সময়ে ওই চালক স্টিয়ারিংএ ঘুমিয়ে পরেছিল বলেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

সাংবাদিক পান্নুসহ অপর নিহতরা হলেন রোগী আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), পটুয়াখালীর দশমিনা আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮),

ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং গাড়ি চালক মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামের হিরু মৃধার ছেলে জিলানি (২৮)।

About admin

Check Also

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *