Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ আগৈলঝাড়ার দুস্থদের মধ্যে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের দুই শত দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউপি সচিব গৌতম পালসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

একই দিন বাগধা ইউনিয়নের দুইশ দুঃস্থ পরিবারের মধ্যেও খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরন করা হয়।

এর আগে বুধবার গৈলা, বাকাল ও রত্নপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহায়ক, স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র

নিজস্ব তহবিলের ১০মেট্টিক টন জিআর চাল থেকে ১০কেজি করে পাঁচটি ইউনিয়নে মোট ১ হাজার অসহায়, দুঃস্থ পরিবার সদস্যদের এই চাল বিতরণ করা হয়।

About admin

Check Also

গৌরনদীতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরন আহত-১

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন মিয়া ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারিছুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *