Breaking News
Home / সারাদেশ / গৌরনদীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চার বোমা বিস্ফোরণ
????????????????????

গৌরনদীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চার বোমা বিস্ফোরণ

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ ও পৌরসভা উপ-নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হলেও সহিংসতা যেন থামছেই না। হামলা সহিংসতার পর এবার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান মিয়ার নেতৃত্বে বাসষ্ট্যান্ডে কিশোর গ্যাং নিয়ে মহড়া দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিজয়ী উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়ার সমর্থক যুবলীগ নেতা রাসেদ হাওলাদার অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলাম।

এরইমধ্যে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ইমরান মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে চারটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

বোমার শব্দ পেয়ে নেতাকর্মীরা বাইরে বেরিয়ে আসলে অবৈধ অস্ত্র উচিয়ে নেতাকর্মীদের ধাওয়া দেয় ইমরান। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে জানতে ইমরান মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য গৌরনদী উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান পরাজিত হওয়ার পর থেকে ও সদ্য সমাপ্ত পৌরসভা উপ-নির্বাচনেও তার সমর্থিত প্রার্থী হেরে যাওয়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়েই চলেছে।

About admin

Check Also

র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *