Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত পায়রা ও ইলিশ দলের মধ্যে ফাইনাল খেলার উদ্বোধন করেন

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৩-০ গোলে ইলিশ দলকে হারিয়ে পায়রা দল শিরোপা বিজয়ী হয়।

সন্ধ্যায় মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ ফকরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আওলাদ কাজী, রেমন ভূইয়া,

ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আহম্মেদ, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার জানান- স্থানীয় পর্যায়ে খেলোয়ার তৈরী করা এবং করোনার সময়ে স্থানীয় যুবকেরা যাতে বিপথগামী না হয় সেজন্য

এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে স্থানীয়ভাবে লটারীর মাধ্যমে খেলোয়ার নির্বাচন করে মোট ছয়টি দল নির্ধারণ করা হয়। ওই ছয় দলের অংশ গ্রহনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *