Breaking News
Home / সারাদেশ / প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঢুকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঢুকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানী অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। মিমাংসার নামে বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রহসনের নাটক। অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায়।

শ্লীলতাহানির শিকার চেঙ্গুটিয়া গ্রামের ওই শিক্ষার্থী জানায়, সে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেলির ছাত্রী। রাংতা গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে ও সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থী বখাটে রনি মোল্লা (১৯) গত ছয় মাস যাবত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো।

রনি তাকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসার পথে দাঁড়িয়ে থেকে কথা বলার চেষ্টা করত। রনির কথা না শুনলে তার পথরোধ করে অশালীন ভাষা ও খারাপ আচরন করে হুমকি ধামকি দিয়ে বলতো প্রেমে রাজি না হলে তুলে নিয়ে যাবে। মানসম্মান ও লোকলজ্জার ভয়ে ওই শিক্ষার্থী কাউকে কিছু বলার সাহস করেনি।

ওই শিক্ষার্থী গত মঙ্গলবার বিদ্যালয়ের দোতলায় নিজের শ্রেণি কক্ষের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রনি দোতলায় উঠে আমার সাথে কথা বলার চেষ্টা করে। তার সাথে কথা বলতে অসম্মতি জানালে আমাকে মারধর করে ও শ্লীলতাহানি করে। শিক্ষার্থীর ডাকচিৎকারে অন্য ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে রনি পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর দিন মজুর বাবা মেয়ের অভিযোগের সত্যতা শিকার করে জানান, তার মেয়ের ঘটনার বিচার বিবেচনা না করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছে।

তিনি আরও অভিযোগ করেন যে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বাবুল বালা ও হেমায়েত উদ্দিন বিষয়টি নিয়ে বারাবারি না করার জন্য মেয়েকে শাশিয়ে দিয়ে তারা যে আপোষ মিমাংসা করে দেবেন তা মেন নিতে বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তার বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে বসা হয়েছিল।

শালিশ-বৈঠকে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। মেয়ের বাবা স্থানীয় পর্যায়ে আপোষ মিমাংসায় রাজি হওয়ায় স্থানীয় লোকজন ও ম্যানেজিং কমিটির সদস্যরা ঘটনার পুণরাবৃত্তি না হয় সেজন্য অভিযুক্ত রনি মোল্লাকে শাশিয়ে দিয়ে তার ও অভিভাবকদের মুচলেকা রাখা হয়েছে।

শালিশ বৈঠকে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান রফিুকুল ইসলাম তালুকদার জানান, সর্ব সন্মতিক্রমে অভিযুক্ত বখাটেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা ছাত্রীর পরিবারকে দেয়া হবে।

এছাড়াও অভিযুক্ত রনি মোল্লা ও তার অভিভাবকদের মুচলেকা রাখা হয়েছে। ভবিষ্যতের জন্য বিদ্যালয়ের ক্যাচমেট এলাকার মধ্যে কোন বহিরাগত ছেলে ঢুকলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজারুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ থানায় কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *