Breaking News
Home / খেলাধুলা / প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুশলেন সাকিব

প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুশলেন সাকিব

প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুশলেন সাকিব

আফগানিস্তানের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে হারে শেষ বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে শ্রীলংকা।

ফলে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ।এর আগে এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করে বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন মেহেদি হাসান মিরাজ। এরপর শেষ দিকে আফিফ হোসেন ও মোসাদ্দেকে হোসেন ঝড় তোলেন। যার ফলে লংকানদের সামনে শক্তিশালী লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সমর্থ হয় টাইগাররা।

মিরাজ ২৬ বলে ৩৮, আফিফ ২২ বলে ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ রান করেন। এর আগে অধিনায়ক সাকিব আল হাসান ২২ বলে ২৪ রান করেন।

শেষ দিকে সাত নাম্বারে ব্যাট করতে নামা মোসাদ্দেক হোসেন দলের রানের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দেন। মোসাদ্দেক ৯ বল খেলে ২৪ রান করেন।

তাছাড়া পেসার তাসকিন আহমেদ ৬ বলে ১১ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন।অন্যদিকে ম্যাচটিতে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট্ তুলে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা করুণারত্নে।

১৮৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার।দুইজন মিলে ৫ ওভারেই বিনা উইকেটে ৪৪ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে অভিষিক্ত এবাদত হোসেনের জোড়া আঘাতে ম্যাচে ফিরে বাংলাদেশ।

প্রথমে তার শর্ট বল পুল করতে গিয়ে পাথুম নিশাঙ্কা মিডউইকেটে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। তিন বল পর আ চারিথ আসালাঙ্কাকে (১) মিডঅফে ক্যাচ বানান অভিষিক্ত এবাদত।

জোড়া ধাক্কা খেয়েও রানের গতি সচল রাখে শ্রীলঙ্কা। পরের বার আক্রমণ এসে দানুশকা গুনাথিলাকাও আউট করেন ইবাদত।

লঙ্কানদের চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।৭৭ রানে ৪ উইকেট হারালেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রেখেছেন কুশল মেন্ডিস। জীবন পেয়ে তিনি খেলেন ৩৭ বলে ৬০ রানের ইনিংস।

তবে এর পরই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা।টাইগার বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুললেও তারা ছিলেন বেশ খরুচে।

শেষ দিকে এবাদত হোসেনের খরচে বোলিংয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকয়ে যায় বাংলাদেশ।শেষ ওভারের রোমাঞ্চে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে শ্রীলঙ্কাই।তাদের জয় দুই উইকেটে।

টাইগার অধিনায়ক মনে করেন কিছু ভুল ওভারের কারণে শেষ পর্যন্ত ম্যাচের এগিয়েছে বাংলাদেশ। তবে শ্রীলংকাকে ক্রেডিট দিতে ভোলেন নি তিনি!

ম্যাচ হারার পরে সাকিব আল হাসান বলেন, আমার মনে হয় কিছু ভুল ওভার আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। শেষ ওভারে 28 রান দরকার ছিল অথচ তারা চার বল হাতে রেখেই ম্যাচ জিতে গেছে।

এটা বলে দেয় আমরা শেষদিকে ভালো বোলিং করতে পারিনি। তবে জয়ের কৃতিত্ব শ্রীলংকার। বিশ্বকাপ ভিন্ন চ্যালেঞ্জ হবে আমাদের জন্য, আমাদের উন্নতি করতে হবে

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *