Breaking News
Home / সারাদেশ / পুলিশ কনষ্টেবল পদে চাকরির প্রলোভন বরিশালে দুই প্রতারক আটক

পুলিশ কনষ্টেবল পদে চাকরির প্রলোভন বরিশালে দুই প্রতারক আটক

পুলিশ কনষ্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ দাবি করছিলেন দুই প্রতারক। খবর পেয়ে পুলিশ তাদের আটক করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওই দুই প্রতারক হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার লেবুবুনিয়া গ্রামের সামসুল হক খানের ছেলে আব্দুল জলিল খান (৩১) ও ঝালকাঠির রমানাথপুর এলাকার আব্দুর রশিদ সরদারের ছেলে মেহেদী হাসান কাওছার (৩৯)।

অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, সোমবার কনষ্টেবল পদে নিয়োগের জন্য বরিশাল পুলিশ লাইনসে প্রাক-বাছাই চলছিলো। ওইসময় কনষ্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে টাকা দাবি করায় দুইজনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী এসআই কাজী ওবায়দুল কবির বলেন, ওই দুই আসামী কনষ্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছে ১১ লাখ টাকা করে দাবি করে।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *