Breaking News
Home / সারাদেশ / মানবতার সেবায় অনন্য দৃ’ষ্টান্ত স্থপন করলেন ডা. সুশান্ত বৈদ্য

মানবতার সেবায় অনন্য দৃ’ষ্টান্ত স্থপন করলেন ডা. সুশান্ত বৈদ্য

কোটালীপাড়ায় সড়ক দু’র্ঘটনায় গুরুতর আ’হত স্বজনহীন প্রতিব’ন্ধি এক বৃ’দ্ধাকে দীর্ঘদিন সেবা প্রদানের মাধ্যমে সুস্থ করে তুলে আগৈলঝাড়ার প্রতিবেশীদের হাতে হ’স্তান্তর করে মানবতার অনন্য দৃ’ষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসক সুশান্ত বৈদ্য।

১০ দিন চিকিৎসা প্রদান শেষে মঙ্গলবার রাতে ৬৫ বছরের প্রতিব’দ্ধি ওই বৃ’দ্ধাকে আগৈলঝাড়ার পশ্চিম সুজনকাঠী গ্রামের তার প্রতিবেশী ও বংশের লোকজনের কাছে হ’স্তান্তর করেছেন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. সুশান্ত বৈদ্য।

ডা. সুশান্ত বৈদ্য জানান, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যার পরে কোটালীপাড়ায় এক সড়ক দু’র্ঘটনায় আ’হত হন ৬৫ বছরের ওই বৃ’দ্ধা। তাকে উ’দ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। নাম ঠিকানা কিছুই জানা জায়নি তার কাছ থেকে। ঘটনার দিন থেকে ওই বৃ’দ্ধার চিকিৎসা প্রদানের পাশাপাশি খাবারসহ সার্বিক তত্বাবধান করেন তিনি। একটু সুস্থ হবার পরে একেক সময় একেক নাম ঠিকানা জানিয়েছেন ওই বৃ’দ্ধা।

মঙ্গলবার শারিরীক প্রতিব’ন্ধি ওই বৃ’দ্ধা তাকে জানিয়েছেন তার নাম ঊষা সরকার। স্বামীর নাম কৃষ্ণ কান্ত সরকার। বাড়ি আগৈলঝাড়ায়। ডা. সুশান্ত তার স্বাস্থ্য সহকারী প্রদীপ অধিকারীকে খুঁজে বের করতে বলেন বৃ’দ্ধা ঊষার বাড়ি ঘর। প্রদীপ আগৈলঝাড়ায় স্বাস্থ্য সহকারী সিঞ্চন বাড়ৈর মাধ্যমে ঊষার ঠিকানার সন্ধান পান আগৈলঝাড়ার পশ্চিম সুজনকাঠী গ্রামে তার বাড়ির।

স্বামী মা’রা গেছেন অনেক আগেই। অনেক আগে ছেলেও মা’রা গেছে অনাকা’ঙ্খিত এক ঘটনায়। ঊষার একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন পাশ্ববর্তি উজিরপুর উপজেলায়। মা ঊষা রানী নিখোঁ’জের পর থেকে মেয়ে মানসিক ভারসা’ম্যহীন হয়ে পরেছে। তাই বৃ’দ্ধার নির্ভর’যোগ্য প্রতিবেশীদের খুজে বের করলেন ডা. সুশান্ত।

মঙ্গলবার রাতে হাসপাতালের এ্যাম্বুলেন্স করে ঊষা রানী ও কোটালীপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন সিকদার টুটুল, ডা. সবুজ বিশ্বাস ও এক আয়াকে সাথে নিয়ে আগৈলঝাড়ায় পৌঁছান ডা. সুশান্ত। আগৈলঝাড়ায় পৌঁছে ঊষার জন্য আগে থেকেই অপেক্ষমান প্রতিবেশী নি’ত্যানন্দ মজুমদার, রমনী কান্ত সরকার, সৈকত মন্ডল দীপুসহ স্থানীয় লোকজনের কাছে হস্তান্তর করেন ঊষাকে।

বৃ’দ্ধা ঊষার প্রতিবেশী নিত্যানন্দ মজুমদার, রমনী কান্ত সরকার, সৈকত মন্ডল দীপু জানান, ঊষার শারিরিক প্রতিব’ন্ধকতার পাশাপাশি সে মানসিক ভারসাম্যহীন। তাই চিকিৎসকদের কাছে তার সঠিক নাম পরিচয় জানাতে পারেনি। দীর্ঘ ১০দিন হাসাতালে রেখে চিকিৎসা প্রদানের পাশাপাশি ঊষার সার্বিক তত্বাবধান করে খোঁ’জ করে তাদের হাতে তুলে দেয়ায় ডা. সুশান্ত বৈদ্য মানবতার অনন্য দৃ’ষ্টান্ত স্থাপন করায় তাঁর প্রতি কৃ’তজ্ঞতা জানিছেন তারা।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *