Breaking News
Home / সারাদেশ / বরিশালে করোনায় ১৩ জনের মৃ’ত্যু

বরিশালে করোনায় ১৩ জনের মৃ’ত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে আরও ১৩ রোগীর মৃ’ত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃ’ত্যু হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো মোট ২৪৪ জন রোগী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯জন রোগী।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ইউনিটে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূ’র্ষ ২২ রোগী। শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের।

গত ২৪ ঘণ্টায় মা’রা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে চারজনের করোনা ছিলো পজেটিভ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মা’রা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন পজেটিভসহ মা’রা যায় ৮ রোগী।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১৩১ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫ দশমিক ৮২ ভাগ।

এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩ দশমিক ৯৫ ভাগ। সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বাধিক ৭৩ দশমিক ৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।

গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃ’ত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিলো ২২৯ জনের।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *