Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, স্বামী ও ভাসুর গ্রেফতার

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, স্বামী ও ভাসুর গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী ও ভাসুর গ্রেফতার।
থানার ওসি (তদন্ত ) মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার আস্কর গ্রামের সতীশ অধিকারীর ছেলে সমরেশ অধিকারীর সাথে পাঁচ বছর আগে একই গ্রামের কালাচাঁদ বিশ^াসের মেয়ে আঁখি (২২)এর সাথে বিয়ে হয়।

সমরেশ ও আঁখির দাম্পত্য জীবনে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই আঁখির শ^াশুরী ও ভাসুরদের প্ররোচনায় স্বামী সমরেশ আঁখির কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। যৌতুকের টাকা দিতে না পারায় পরিবারের লোকজনের উস্কানীতে আঁখির উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল স্বামী সমরেশ।

নির্যাতনের কারণে আঁখির বাবা বহু কস্টে সমরেশকে ২লাখ টাকা যৌতুক দেয়। এর কিছুদিন পরে যৌতুকের বাকী তিন লাখ টাকার জন্য আবারও আঁখির উপর নির্যাতন চালাতে শুরু করে স্বামী সমরেশ।

নির্যাতনের ধারাকাহিকতায় গত বৃহস্পতিবার (১জুন) সন্ধ্যার পরে সমরেশের সাথে আঁখির যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সমরেশ আঁখিকে বেদম মরধার করে। আঁখির ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতীতা আঁখি বাদী হয়ে স্বামী, শ^াশুরী ভাসুরসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে, নং-১ (২.৬.২৩)।

ওই মামলার তদন্তকারী অফিসার এসআই মিল্টন মন্ডল শুক্রবার রাতেই অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী সমরেশ (২৮) ও ভাসুর সর্বনন্দ অধিকারীকে (৫৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ১১জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় বরিশালের আগৈলঝাড়ায় প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *