Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় কর্মহীন শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিলেন ওসি আফজাল

আগৈলঝাড়ায় কর্মহীন শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিলেন ওসি আফজাল

আগৈলঝাড়া প্রতিনিধিঃ করোনা মোকাবেলায় লকডাউনে থাকা বরিশালের আগৈলঝাড়ায় সামাজিক নিরাপত্তা বজায় রাখতে ক্ষুদ্র যানবাহন বন্ধ রেখে সরকারী নির্দেশে মেনে চলায় থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন নিজস্ব অর্থায়নে কর্মহীন শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছেন ।

শনিবার রাতে থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন এর ব্যাক্তিগত উদ্যোগে রাতের আধারে প্রত্যন্ত এলাকার বন্ধুর পথ অতিক্রম করে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে চাল, ডাল, পিয়াজ, আলু পৌছে দেন কর্মহীন শ্রমিক বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ইজিবাইক চালক রতন খলিফা, একই গ্রামের ভ্যান চালক মতলেব ফকির, চা বিক্রেতা শ্যামল ভদ্র, গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের ইজিবাইক চালক ইসলামুল খান, একই গামের বছির শাহ, দক্ষিণ শিহিপাশা গ্রামের বয়োবৃদ্ধ ভ্যান চালক সরোয়ার ফকিরসহ বিভিন্ন কর্মহীন শ্রমিকদের।

এবিষয়ে থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন বলেন, রাষ্ট্রীয় দুর্যোগ করোনা মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের পাশে দাড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করেন তিনি। এছাড়াও ওই সকল শ্রমিকেরা সরকারের সিদ্ধান্ত মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যানবাহন চালানো বন্ধ করায় তাদের পুরস্কার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শ্রমিকদের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি মো. আফজাল হোসেন।

About admin

Check Also

বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ চেয়ারম্যান প্রার্থী

প্রথম ধাপে বরিশল জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *