Breaking News
Home / সারাদেশ / চতুর্থবারেরমত শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু

চতুর্থবারেরমত শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু

অপরাজিতাদের শুভাকাঙ্খী ও সহযোগিতা করায় বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অপরাজিতা সম্মেলন শেষে শনিবার বিকেলে তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির হাত থেকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার গ্রহন করেছেন সৈকত গুহ পিকলু। এর আগে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও একবার জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী পদক পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড এম্বাসির ডেপুটি হেড অফ মিশন করিন হেলচোজ পিগনানি, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, সুইজারল্যান্ড ভিত্তিক এনজিও হেলভেটাসের কান্ট্রি ডিরেক্টর মিঃ বেন। এরআগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাগেরহাট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আরমা দত্ত, নাসিমা জাহান ববি, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট রোখসানা খন্দকার।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন, রাশেদ খান মেনন এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *