Breaking News
Home / সারাদেশ / করোনা প্রতিরোধে আগৈলঝাড়ার ব্যাবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্বের কাজ করায় প্রশংসিত ওসি আফজাল

করোনা প্রতিরোধে আগৈলঝাড়ার ব্যাবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্বের কাজ করায় প্রশংসিত ওসি আফজাল

আগৈলঝাড়া প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনার অংশ হিসেবে ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দুরত্ব বাজায় রাখতে রং দিয়ে গোল চিহ্নিত বৃত্ত একে সর্বত্র প্রসংশিত হয়েছেন ওসি মোঃ আফজাল হোসেন ।

শনিবার বিকেলে আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন ব্যাক্তিগত উদ্দোগের
করোনা ভাইরাসের বিস্তার রোধে যান চলাচল ও দোকানপাট বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত কাঁচাবাজার, ঔষধের দোকান ও নিত্যপণ্যের দোকানগুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষে দোকানগুলোর সামনে নির্দিষ্ট দুরত্বে রং দিয়ে গোল চিহ্ন একে দিয়েছেন। এ সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিতে আসা ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং প্রাণঘাতী করোনা রোধে সকলকে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রাখার পাশাপাশি সকলের সহযোগীতার আহ্বান জানান তিনি।

সামাজিক দুরত্ব,উদ্যোগ গ্রহণকারী আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় গোটা দেশ। এরই ধারাবাহিকতায় আগৈলঝাড়া থানা এলাকার কর্মকর্তা হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় জনগনের জন্য সামান্য কিছু করার প্রয়াস মাত্র।।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ধানকাটা কাঁচি দিয়ে কুপিয়ে এক জনকে গুরুতর জখম

বরিশালের আগৈলঝাড়ায় মাঠে ধান কাটতে যাবার সময়ে ধানকাটা কাঁচি দিয়ে এক জনকে কুপিয়ে গুরুতর জখম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *