Home / সারাদেশ / আগৈলঝাড়ায় সার পাচারকালে ৫০ বস্তা জব্দ

আগৈলঝাড়ায় সার পাচারকালে ৫০ বস্তা জব্দ

আগৈলঝাড়ায় সার পাচারকালে ৫০ বস্তা জব্দ

সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে আগৈলঝাড়া উপজেলার বরাদ্দকৃত ভর্তুকির ইউরিয়া সার গৌরনদী উপজেলায় পাচারকালে ৫০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার ইউরিয়া সার নছিমনযোগে বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাচার করছিলেন।

খবর পেয়ে থানা পুলিশের উপস্থিতিতে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করেছেন গৌরনদী উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকাজে জড়িত সার ডিলারের পুত্র ফজলুল হক হাওলাদার ও নছিমন চালক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *