Home / সারাদেশ / আগৈলঝাড়ায় বোরো চাষে মাঠে নেমেছেন চাষিরা

আগৈলঝাড়ায় বোরো চাষে মাঠে নেমেছেন চাষিরা

বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতে মাঠে কাজে নেমেছেন চাষীরা। বীজ তলা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৪শ ৫০ হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চালের উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৯শ ৭৫ মেট্রিক টন।

তিনি আরও জানান, উপজেলায় মোট আবাদী জমির মধ্যে ৯হাজার ১শ হেক্টর জমিতে হাইব্রীড ধান ও ৩শ ৫০হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে অন্তত ৩শ হেক্টর জমিতে আগাম বোরো আবাদ করবেন চাষিরা। আগাম বোরো চাষের জন্য ২০ হেক্টার জমিতে বীজতলা করেছেন চাষীরা।

কৃষি অফিসার আরও জানান, ৪ হাজার ৮ পরিবারকে ২ কেজি করে ৯হাজার ৬শ কেজি হাই ব্রীড ধান বীজ এবং ১ হাজার জনকে ৫ কেজি করে উফসী ধান বীজ তিরণ করা চলমান রয়েছে।

উফসী চাষীরা সরকারী প্রনোদনা হিসেবে কেজি বীজের সাথে ড্যাপ সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার সহায়তা পাবেন। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনেরও আশা করছেন কৃষি অফিসার দোলন চন্দ্র রায়।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *